News update
  • Govt Introduces New Policy for Outsourced Workers     |     
  • Bangladesh Suspends Yarn Imports from India via Land Ports     |     
  • Dhaka, Islamabad to Resume Foreign Office Consultations After 15-Yr     |     
  • Move at Full Speed for Smooth LDC Graduation: Chief Adviser     |     
  • New Charter to Fulfil Public Aspiration: Ali Riaz     |     

বর্ষবরণের শোভাযাত্রায় ফ্যাসিস্টের মুখাবয়ব ও ‘পানি লাগবে পানি’

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-14, 10:38am

img_20250414_103557-9f4b4047d4e474bf0bfa994ed6f6ce571744605482.jpg




বর্ষবরণের শোভাযাত্রায় অন্যবারের মতো এবারও রঙের ছটা ও উৎসবের আমেজ থাকলেও একটি বিশেষ মুখাবয়ব সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেটি হচ্ছে ফ্যাসিস্টের মুখাবয়ব। এর সঙ্গে দেখা গেছে জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে ‘পানি লাগবে পানি’ মোটিফ। উৎসবে অংশ নেওয়াদের অনেককেই এসব মোটিফের সঙ্গে ছবি তুলতে দেখা যাচ্ছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। অন্যবারের মতো এবারও রঙের ছটা ও উৎসবের আমেজ দেখা যাচ্ছে।

আগে তৈরি করা মুখাবয়বটি পুড়িয়ে ফেলার পর ফের ককশিট দিয়ে তৈরি করা হয়েছে আরেকটি মুখাবয়ব। এর সঙ্গে সবার দৃষ্টি কেড়েছে জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে ‘পানি লাগবে পানি’ মোটিফ।

এদিকে, নববর্ষের উৎসব ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। সেই সঙ্গে বৈশাখী উৎসব ঘিরে অপপ্রচার রোধে সাইবার নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

রোববার (১৪ এপ্রিল) সকালে রমনা বটমূলসহ নববর্ষ উৎসবে র‌্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আরটিভি।